সিলেটের কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার বেলা ১১টার দিকে কালাইরাগ ১২৫৩/৩ এস পিলারের উত্তর পাশে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।
আহত বাংলাদেশি শৈলেন কন্দ (২৬) উপজেলার কালাইরাগ গ্রামের দেব কন্দের ছেলে। চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালাইরাগ বিজিবি’র ক্যাম্প কমান্ডার সুবেদার হারুনুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো করা হয়েছে।
—ইউএনবি

আরও পড়ুন
র্যাব-১৩ এর অভিযানে কুড়িগ্রামে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে দুই মাদক সেবীর মৃত্যু, ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডামুড্যা অবৈধভাবে ফসলী নষ্ট করায় ৪ জনের কারাদন্ড