সিলেটের কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার বেলা ১১টার দিকে কালাইরাগ ১২৫৩/৩ এস পিলারের উত্তর পাশে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।
আহত বাংলাদেশি শৈলেন কন্দ (২৬) উপজেলার কালাইরাগ গ্রামের দেব কন্দের ছেলে। চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালাইরাগ বিজিবি’র ক্যাম্প কমান্ডার সুবেদার হারুনুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো করা হয়েছে।
—ইউএনবি

আরও পড়ুন
ভালোবাসার টানে দক্ষিন আফ্রিকার তরুনী ছুটে এলেন মাদারীপুরে!
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গঙ্গাচড়া প্রেসক্লাবের দোয়া মাহফিল
লক্ষ্মীপুরে পরিবেশ আইন উপেক্ষা করে দুই ব্রিকফিল্ডের কার্যক্রম চলছে: ঝুঁকিতে ৩ হাজার শিক্ষার্থী