সিলেটের কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার বেলা ১১টার দিকে কালাইরাগ ১২৫৩/৩ এস পিলারের উত্তর পাশে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।
আহত বাংলাদেশি শৈলেন কন্দ (২৬) উপজেলার কালাইরাগ গ্রামের দেব কন্দের ছেলে। চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালাইরাগ বিজিবি’র ক্যাম্প কমান্ডার সুবেদার হারুনুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো করা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
মুরাদনগরে মাদ্রাসায় যাওয়ার জন্য বেরিয়ে নিখোঁজ মারুফা
রংপুরে দুই দিনব্যাপী বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
কালীগঞ্জের নবাগত (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম