December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 25th, 2024, 9:09 pm

সিলেট সীমান্ত দিয়ে ভারতে  অনুপ্রবেশের চেষ্টায় নারীসহ আটক ৬

এস এ শফি, সিলেট:
সিলেট সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে ৩ নারীসহ ৬ জনকে আটক করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যা ও রাতে বিজিবির অধীনস্থ ব্যাটালিয়ন ২৫ বিজিবির একটি দল মাধবপুর সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার (২৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন  সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ।
আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাইকপাড়া এলাকার সুমন দেবনাথের স্ত্রী সম্পা দেবনাথ (৩৮) ও ছেলে রাতুল দেবনাথ (১৯), কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ গ্রামের মৃত কার্তিক চন্দ্রের ছেলে সতীষ চন্দ্র (৬৫), সতীষ চন্দ্রের ছেলে স্বপন দেবনাথ (৩২), স্বপন দেবনাথের স্ত্রী সুকলা দেবনাথ (৩০) ও সুরেশ দেবনাথের স্ত্রী কানন বালা দেবনাথ (৫০)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার রাত দশটার দিকে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির অধীনস্থ বড়জ্বালা বিওপির একটি টহল দল সীমান্তবর্তী দেবনগর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই নারীসহ চার জনকে আটক করে। এর আগে সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সীমান্তবর্তী সস্তামোড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে এক নারীসহ দুই জনকে আটক করে।
সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।