December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 1st, 2024, 6:38 pm

সিলেট ৪৫৫ পিস ভারতীয় চোরাই শাড়ি জব্দ, আটক ১

সিলেটে ভারতীয় চোরাই শাড়ি বহনের অভিযোগে মো. জাকারিয়া আহমদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৪৫৫ পিস ভারতীয় চোরাই শাড়ি জব্দের দাবি করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (এসএমপি) একটি টিম।

বুধবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে বন্দরবাজার এলাকার রংমহল টাওয়ারের সামন থেকে এসব পণ্য জব্দ করা হয়।

জব্দ করা শাড়িগুলোর বাজার মূল্য ২৪ লাখ ২০ হাজার টাকা।

এছাড়াও একটি পিকআপ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক মো. জাকারিয়া আহমদ (২৬) সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর উপরশ্যামপুর গ্রামের কামাল হোসেন পাখির ছেলে।

এসএমপির মিডিয়া অফিসার (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

—–ইউএনবি