November 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 27th, 2025, 5:35 pm

সিসিইউতে খালেদা জিয়া, ‘মাল্টি ডিজিজ জটিলতায়’ নিবিড় পর্যবেক্ষণে মেডিকেল বোর্ড

ফাইল ফটো

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।

বৃহস্পতিবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সিসিইউতে খালেদা জিয়ার বিভিন্ন শারীরিক জটিলতা পর্যবেক্ষণ করা হচ্ছে। মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান— নিউমোনিয়াসহ মাল্টি ডিজিজ জটিলতার কারণে সব চিকিৎসা একসঙ্গে দেওয়া সম্ভব হচ্ছে না। ঝুঁকি থেকেই যাচ্ছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ভালো ও খারাপ—দুই ধরনের রিপোর্টই পাওয়া গেছে।

গত রোববার রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান হাসপাতালে অবস্থান করছেন।

দেশের মানুষের কাছে নিজের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এনএনবাংলা/