জেলা প্রতিনিধি, সিলেট:
একাত্তরের মুক্তিযুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে যখন গোটা জাতি ঠিক তখন বাঙালি বুদ্ধিজীবী হত্যা ছিল পৃথিবীর ইতিহাসে এক নৃশংস ও বর্ব হত্যাযজ্ঞ। ১৪ ডিসেম্বর ১৯৭১ সেই হত্যাকান্ডে বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিকরা হত্যার শিকার হন।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে সিলেট সিটি কর্পোরেশন। শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
দিবস উপলক্ষে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) নগরের কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিসিকের কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর আজম খান, সিসিকে প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান সহ সিসিকের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত