চট্টগ্রামের সীতাকুণ্ডের জেলেপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি বসতঘর পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাটের পশ্চিম জেলে বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা নুরুল করিম জানান, রাত ৩টার দিকে জেলে পাড়ায় আগুন লাগে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বেরিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হলে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুনে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
—ইউএনবি
আরও পড়ুন
বিপিএলে হার দিয়ে শুরু শাকিব খানের
ফিরে দেখা ২০২৪, হলিউডের যে ১০ সিনেমা গড়েছে আয়ের রেকর্ড
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা রিমান্ডে