চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী ট্রেন চট্টলা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
জানা গেছে, দুর্ঘটনার পর ঢাকামুখী ওই লাইনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে পৌরসভার সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথা এলাকায় চট্টলা এক্সপ্রেস নামের ট্রেনটির ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনাকবলিত ট্রেনটির উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেল স্টেশন থেকে ভোর ৬টার দিকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথা এলাকায় পৌঁছালে বগিটি লাইনচ্যুত হয়।
চালক প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে ট্রেন থামানো হয়।
রেলওয়ে পুলিশ সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, চট্টলা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বগি লাইনচ্যুত অবস্থায় দেখা যায়। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
সীতাকুণ্ড রেলস্টেশনের স্টেশন মাস্টার মোজাম্মেল হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটির উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। ঢাকামুখী ওই লাইনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশ জেল এর নতুন নাম ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’
আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করতেন তৌহিদ আফ্রিদি: আইনজীবী
হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর