ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত (২৪ নভেম্বর) মধ্য রাতের দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের টোবাকো গেট এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জামাল উদ্দিনের মালিকানাধীন ট্রাকটি রাত ৯টার সময় টোবাকো গেট এলাকায় মহাসড়কের পাশে গ্যারেজের সামনে রাখা হয়। ভোরের দিকে ট্রাকটিতে আগুন জ্বলতে দেখেন নাইটগার্ড রুবেল।
তিনি বলেন, ‘আমার ডিউটি ছিল গ্যারেজে, রাত সাড়ে ৩টার সময় হঠাৎ দেখি ট্রাকে আগুন জ্বলছে। তবে এ সময় কাউকে দেখা যায়নি। আগুন কীভাবে লেগেছে বুঝতে পারিনি। তখন আমি কয়েকজনকে ডেকে নিয়ে আগুন নেভাতে এগিয়ে আসি।’
জামাল বলেন, ‘ভোর সাড়ে ৪টার সময় আমাকে একজন ফোনে আগুন লাগার বিষয়টি জানান। আমি এসে দেখি ট্রাকের সামনের অংশ একেবারে পুড়ে গেছে। তবে আগুন কীভাবে লেগেছে তা বুঝতে পারছি না।’
সকালে ঘটনাস্থল ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, ‘দাঁড়ানো একটি ট্রাকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আগুন কীভাবে লেগেছে তা জানা যায়নি। মালিকের পক্ষ থেকেও কোনো অভিযোগ আসেনি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।’
—-ইউএনবি
আরও পড়ুন
নাজিম এবং আজিজ “রোওয়ান” কার্য্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত।
বাংলাদেশিদের নতুন ধরনের গোল্ডেন ভিসা দিবে আমিরাত
জুলাইয়ের প্রথম ৬ দিনে প্রবাসী আয় ৫২০৯ কোটি টাকা