January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 24th, 2022, 8:27 pm

সীতাকুণ্ডে লরির সঙ্গে পিকআপের সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির সঙ্গে পিকআপের সংঘর্ষে এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপ চালক আসাদুল ইসলামের (২৪) বাড়ি নেত্রকোণা বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল খায়ের কোম্পানির একটি লরি কারখানা থেকে বের হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি পিকআপের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকআপের চালক ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি জানান, পূর্ণাঙ্গ ঠিকানা না পাওয়াতে পরিবারে খবর দেয়া যায়নি। ঠিকানা জানার চেষ্টা চলছে।

এছাড়া দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে হাইওয়ে থানায় আনা হয়েছে বেলেও জানান তিনি।

—-ইউএনবি