January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 2nd, 2022, 7:14 pm

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস চালক নিহত, আহত ৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার জোড়আমতল এলাকার কেএসআরএম কারখানার সামনে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল আবসার (৩৫) কক্সবাজারের চকরিয়া থানার বাশঘাটি গ্রামের শাহ আলমের ছেলে।

আহতরা হলেন রায়হানা বেগম (৪০), দেলোয়ারা বেগম (৪৫), মোঃ খায়রুল ইসলাম (৩০) আরিফুল ইসলাম (৩২) এবং সিদরাতুল মুনতাহা (২৫)। তাদের বাড়ি কক্সবাজার।

স্থানীয়রা জানায়, সকালে ঢাকা থেকে আসার সময় দ্রুতগতির নোহা মাইক্রোবাস মহাসড়কের পাশে দাড়াঁনো একটি লরীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক মারা যান। এসময় আহত হয় পাঁচ যাত্রী।

বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে জোড়আমতল এলাকায় দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে এক চালকের মৃতদেহ উদ্ধার করি এবং আহতদের হাসপাতালে প্রেরণ করি। গাড়ি দুটি থানা হেফজতে রাখা হয়েছে।

—-ইউএনবি