Sunday, November 13th, 2022, 7:39 pm

সীমান্তে ৫১ কেজি ভারতীয় কচ্ছপের হাড় উদ্ধার!

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ৫১ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। রবিবার ভোরে জেলার ভোলাহাট উপজেলার সীমান্তবর্তী ফুটানি বাজার এলাকা থেকে ভারতীয় এই কচ্ছপের হাড় উদ্ধার করা হয়।

দুপুরে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমীর হোসেন মোল্লার নেতৃত্বে বিজিবির একটি টহল দল রবিবার ভোলাহাট সীমান্তের ১৯৮/২-এস নং সীমান্ত পিলার থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফুটানি বাজার এলাকায় অভিযান চালায়।

এসময় দুই জন চোরাকারবারীকে দেখতে পেয়ে টহল দল তাদেরকে ধাওয়া করলে তারা দুটি বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে টহল দল ফেলে যাওয়া বস্তা থেকে ৫১ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করে।

যার সিজার মূল্য ৭৬ লাখ ৫০ হাজার টাকা।

এদিকে বিজিবির অপর একটি দল শনিবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের পারচৌকা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১১ হাজার ২০০ প্যাকেট পাতার বিড়ি ও ৪৩ কেজি তামাক পাতা উদ্ধার করে।

যার সিজার মূল্য তিন লাখ ৭৪ হাজার ৮০০ টাকা।

দুটি ঘটনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

—-ইউএনবি