October 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 27th, 2025, 3:13 pm

সীমান্ত থেকে শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেপ্তার

অবশেষে গ্রেফতার হলেন দীর্ঘদিন পলাতক শামীম ওসমানের সহযোগী আজিজুর রহমান আজিজ।

রোববার (২৬ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ও দর্শনা থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজিজ ভারতে পালানোর চেষ্টাকালে ইমিগ্রেশনে ধরা পড়েন। তার বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় চাঁদাবাজির একটি মামলা রয়েছে।

গ্রেফতারের পর অসুস্থ বোধ করলে আজিজকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে সোমবার (২৭ অক্টোবর) সকালে তাকে আদালতে পাঠানো হয় এবং রিমান্ডের আবেদন করা হয়।

ডিবি সূত্র জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আজিজ আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট ও জালিয়াতিসহ অর্ধডজনের বেশি মামলা রয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় তিনি এজাহারনামীয় আসামি, যার তদন্ত বর্তমানে গোয়েন্দা তেজগাঁও বিভাগ করছে।

মামলার বাদী এরশাদ গ্রুপের চেয়ারম্যান এরশাদ আলী যুগান্তরকে বলেন, “শামীম ওসমানের সহযোগী আজিজের কারণে আমি সর্বস্বান্ত হয়েছি। তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

তিনি অভিযোগ করেন, ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত তেজগাঁওয়ে তার গুদামঘর থেকে বিপুল পরিমাণ মালামাল লুট এবং চাঁদাবাজির সঙ্গে আজিজ ও তার সহযোগীরা জড়িত ছিলেন।

এরশাদ আলী আরও জানান, নারায়ণগঞ্জের একটি রড তৈরির কারখানার মেশিনারি ও মালামাল লুটের ঘটনাতেও আজিজ সরাসরি সম্পৃক্ত। এ ঘটনায় স্থানীয় থানায় তার বিরুদ্ধে আলাদা একটি মামলা চলছে।

এনএনবাংলা/