সুইজারল্যান্ডের অন্যতম জনপ্রিয় ও বিলাসবহুল স্কি রিসোর্ট শহর ক্রানস-মন্টানাতে ইংরেজি নববর্ষ উদযাপনের সময় একটি বারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এ ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো নিহতের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করেনি সুইস কর্তৃপক্ষ বা পুলিশ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন ও বিবিসি জানায়, স্থানীয় সময় রাত ১টার পর ক্রানস-মন্টানার লাক্সারি ‘কনস্টেলেশন বার’-এ বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পরপরই সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, যা মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।
স্থানীয় পুলিশের মুখপাত্র গায়েতাঁ লাথিওঁ জানান, ঘটনার সময় ভবনের ভেতরে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। তিনি বলেন, “বহু মানুষ আহত হয়েছেন এবং অনেকেই প্রাণ হারিয়েছেন।” অগ্নিকাণ্ডের কারণ ও বিস্ফোরণের উৎস খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

সুইস দৈনিক ব্লিক ঘটনাস্থলের এক চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছে, নিহতের সংখ্যা ডজনের মধ্যে হতে পারে। অন্যদিকে আঞ্চলিক দৈনিক লে নুভেলিস্ত দাবি করেছে, তাদের সূত্র অনুযায়ী নিহতের সংখ্যা প্রায় ৪০ জন এবং আহতের সংখ্যা প্রায় ১০০ জন।
এদিকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় একটি রিসেপশন সেন্টার ও হেল্পলাইন চালু করেছে সুইস সরকার। পুলিশ ও জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে উদ্ধার ও তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে। বিস্ফোরণটি কীভাবে এবং কেন ঘটেছে, তা জানতে বিস্তারিত তদন্ত চলছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
তারেক রহমানের একান্ত সচিব সাত্তার, প্রেস সচিব সাংবাদিক সালেহ শিবলী
বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন