অনলাইন ডেস্ক :
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা ও সাংসদ রাঘব চড্ডা গত ১৩ মে ধুমধাম করে বাগদান সেরেছেন। সামনেই দুজনের বিয়ে। এরই মধ্যে জানালেন অভিনয়ের পাশাপাশি তাঁর জীবনে যুক্ত হচ্ছে আরও এক নতুন অধ্যায়। শিক্ষাগত যোগ্যতাকে কাজে লাগিয়ে নিজেকে ব্যবসায়িক উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করছেন অভিনেত্রী। সোমবার ইনস্টাগ্রাম পোস্টে ব্যবসার জগতে প্রবেশের ঘোষণা দিয়ে পরিণীতি চোপড়া লিখেছেন, ‘সবকিছু করার সময় এসেছে! গত আট মাস ধরে পুরোটাই এক রোলার কস্টার জার্নি ছিল। আমার পেশা ও জীবনে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। অবশেষে সেই জিনিসটাই করতে যাচ্ছি, গত ৪ বছর ধরে যে জিনিসের জন্য অপেক্ষায় ছিলাম।
অপেক্ষায় ছিলাম সঠিক সময়ের। আমার শিক্ষা আমাকে বারবার অভিনয়ের থেকেও বেশি কিছু করার উৎসাহ দিয়ে এসেছে। ভীষণ ভালো লাগছে আমার টিম ও আমি এখন একই স্বপ্ন দেখছি।’ অভিনেত্রী লেখেন, ‘আমি ক্লেনস্টা অফিসিয়ালে একজন বিনিয়োগকারী এবং অংশীদার হিসেবে ব্র্যান্ডের নতুন যাত্রা ঘোষণা করতে পেরে খুবই খুশি! আমি শুধুমাত্র একটি সাধারণ কারণে তাদের সাথে অংশীদার হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তারা এমন পণ্য তৈরি করছে যা অন্য কেউ করছে না। কখনও জলহীন গোসল বা শ্যাম্পু করার কথা শুনেছেন? একেবারে নতুন উদ্ভাবন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা আপনাকে ক্লেনস্টার জগতের সাথে পরিচয় করিয়ে দেব এবং আমরা যে জিনিস নিয়ে কাজ করছি এটা আপনার মনকে স্পর্শ করবে!’
আরও পড়ুন
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
এবার ‘তদন্ত কর্মকর্তা’ হয়ে সিনেমা হলে মোশাররফ করিম