January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 5th, 2021, 8:00 pm

সুদানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ আইএস সদস্য নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

সুদানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন চার সদস্য নিহত হয়েছে। রাজধানী খার্তুমে তারা নিহত হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিস। সোমবার দক্ষিণাঞ্চলীয় জাবরা জেলার এ ঘটনা ঘটে। এতে একজন সামরিক কর্মকর্তাও নিহত হন। আহত হয় অন্তত তিনজন। ঘটনার সময় সন্ত্রাসী গোষ্ঠীটি নিরাপত্তা বাহিনীর ওপর ভারী গুলি এবং রকেট চালিত গ্রেনেড ছুড়ে। মঙ্গলবার (৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জাবরা এলাকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আবাসিক এলাকার একটি বিল্ডিংয়ের মধ্যে নিরাপত্তা বাহিনী ও একটি গোষ্ঠীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় ওই এলাকার প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়। এর আগে গত মঙ্গলবার একই জেলায় ইসলামিক স্টেটের সঙ্গে এক সংঘর্ষে জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের পাঁচ সদস্য নিহত ও ছয়জন আহত হন। তাই নিরাপত্তা বাহিনীর সদস্যরা সোমবার সেখানে অভিযান চালায়। এ সময় বিভিন্ন দেশের ১১ জন সন্দেহভাজনকে গ্রেফতার করে তারা। যদিও সুদানে সশস্ত্র গোষ্ঠীর হামলার ঘটনা খুবই কম। জানা গেছে, আল কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন দেশটিতে ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিভিন্ন কর্মকা- পরিচালনা করে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের চাপে লাদেনকে বহিষ্কার করে সুদান।