December 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 17th, 2025, 6:25 pm

সুদানে নিহত ৬ বাংলাদেশির মরদেহ আসছে ২০ ডিসেম্বর

 

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশের ছয় সেনাবাহিনীর শান্তিরক্ষীর মরদেহ আগামী ২০ ডিসেম্বর দেশে পৌঁছাবে।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

আইএসপিআর জানিয়েছে, ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত ড্রোন হামলায় প্রাথমিকভাবে বাংলাদেশের ৮ জন শান্তিরক্ষী আহত হন। পরে আরও একজন আহত হওয়ার খবর পাওয়ায় মোট আহতের সংখ্যা ৯ জনে পৌঁছেছে। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।

বর্তমানে আহত শান্তিরক্ষীরা কেনিয়ার রাজধানী নাইরোবির আগা খান ইউনিভার্সিটি হাসপাতালের লেভেল-৩ বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজন ইতিমধ্যে হাসপাতাল ত্যাগ করেছেন এবং বাকি সকলেই বর্তমানে সুস্থ ও শঙ্কামুক্ত।

আইএসপিআর আরও জানিয়েছে, সন্ত্রাসী হামলায় শাহাদাতবরণ করা ছয় শান্তিরক্ষীর মরদেহ আগামী ২০ ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছাবে। দেশে পৌঁছানোর পর তাদের প্রতি যথাযথ মর্যাদা প্রদর্শন করে অন্তোষ্টিক্রিয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ১৩ ডিসেম্বর আবেই এলাকার কাদুগলি লজিস্টিকস বেইসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় দায়িত্ব পালনরত বাংলাদেশের ছয় শান্তিরক্ষী শাহাদাতবরণ করেন এবং মোট ৯ জন আহত হন।

এনএনবাংলা/