সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
রোববার দুপুরে আইএসপিআরের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, শনিবার স্থানীয় সময় দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেজে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। এতে দায়িত্ব পালনরত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং আরও আটজন আহত হন।

হামলায় শহীদ ছয় বাংলাদেশি শান্তিরক্ষী হলেন—
১. করপোরাল মো. মাসুদ রানা, এএসসি (নাটোর)
২. সৈনিক মো. মমিনুল ইসলাম, বীর (কুড়িগ্রাম)
৩. সৈনিক শামীম রেজা, বীর (রাজবাড়ী)
৪. সৈনিক শান্ত মন্ডল, বীর (কুড়িগ্রাম)
৫. মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ)
৬. লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)
আহত শান্তিরক্ষীরা হলেন—
১. লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, পিএসসি, অর্ডন্যান্স (কুষ্টিয়া)
২. সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, বীর (দিনাজপুর)
৩. করপোরাল আফরোজা পারভিন ইতি, সিগন্যালস (ঢাকা)
৪. ল্যান্স করপোরাল মহিবুল ইসলাম, ইএমই (বরগুনা)
৫. সৈনিক মো. মেজবাউল কবির, বীর (কুড়িগ্রাম)
৬. সৈনিক মোসা. উম্মে হানি আক্তার, ইঞ্জি. (রংপুর)
৭. সৈনিক চুমকি আক্তার, অর্ডন্যান্স (মানিকগঞ্জ)
৮. সৈনিক মো. মানাজির আহসান, বীর (নোয়াখালী)
আইএসপিআর জানায়, আহত আটজন শান্তিরক্ষীর সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মো. মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় তার সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে এবং বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অপর সাতজন আহত শান্তিরক্ষীকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। তারা সবাই শঙ্কামুক্ত রয়েছেন।
আইএসপিআরের পোস্টে আরও বলা হয়, এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক গৌরবোজ্জ্বল নিদর্শন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। পাশাপাশি শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই, সময়মতোই ভোট হবে: ইসি সানাউল্লাহ
হাদিকে গুলি: মোটরসাইকেল মালিকের ৩ দিনের রিমান্ড
ওসমান হাদিকে গুলি করে ফয়সাল, মোটরসাইকেল চালাচ্ছিলেন আলমগীর: ডিএমপি