অনলাইন ডেস্ক :
সুদানে স্থানীয় দুই উপজাতির মধ্যে সংঘর্ষে অন্তত ৩৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও বহু মানুষ। খবর এনডিটিভি। সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বার্টি ও হাওসা উপজাতিদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ১১ জুলাই সহিংসতা শুরু হয়। এই সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১০৮ জন। এ ছাড়া ১১ জুলাই থেকে এখন পর্যন্ত সহিংসতা ছড়িয়ে পড়া অঞ্চলের ১৬টি দোকানে আগুন দেওয়া হয়েছে। আল-রোজারেস শহরের স্থানীয় কর্মকর্তা আদেল আগর গত শনিবার সংবাদমাধ্যমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের আরও সৈন্য প্রয়োজন। তার মতে, অনেক লোক থানায় আশ্রয় নিয়েছেন। তবে অস্থিরতার ফলে অনেকে নিহত ও আহত হয়েছেন।সহিংসতায় এখন পর্যন্ত কতজন নিহত হয়েছেন সে বিষয়ে আদেল আগর নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেননি। তবে তিনি বলেছেন, সহিংসতা হ্রাস করার জন্য জরুরিভাবে মধ্যস্থতাকারীদের প্রয়োজন। অস্থিরতা কমানোর জন্য সেখানে সেনা মোতায়েন করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ গহত শনিবার সেখানে রাত্রিকালীন কারফিউ জারি করেছে। ব্লু নাইলের গভর্নর আহমেদ আল-ওমদা গত শুক্রবার এক মাসের জন্য যে কোনো ধরনের সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করে একটি আদেশ জারি করেছেন।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩