January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 15th, 2024, 7:59 pm

সুদান ম্যাচ প্রসঙ্গে যা বললেন বাংলাদেশ কোচ

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের মুখোমুখি হওয়ার আগে সুদানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। একটিতে ড্র ও অন্যটিতে তিন গোলে হেরেছে। তবে শেষ ম্যাচ হারলেও ইতিবাচক অনেক কিছুই দেখছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। প্রথম প্রস্তুতি ম্যাচ শেষে কোচ কাবরেরা ইতিবাচক মনোভাব পোষণ করেছিলেন। দ্বিতীয় ম্যাচের পর আত্ববিশ্বাসী কণ্ঠে বলেছেন, ‘এই দুইটা ম্যাচ আমাদের ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে নামার প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে। আমরা এখন অনেক ভালো অবস্থানে আছি এবং এখানে আসার আগের অবস্থার তুলনায় ভালো খেলছি। ২১ মার্চের জন্য আমরা এখন অনেকটাই প্রস্তুত।’ সুদানিরা শারীরিকভাবে বেশ শক্তিশালী।

ফিলিস্তিনরাও তাদের কাছাকাছি। তাই সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খুব বড় ভুমিকা রাখবে মনে করেন কোচ, ‘আরেকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেললাম আমরা সুদানের মতো শক্তিশালী দলের বিপক্ষে। শারীরিক শক্তি তুলনায় সুদান আর ফিলিস্তিন প্রায় কাছাকাছি। শারীরিক শক্তিতে ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে। তারপরও দলের সবাই জোর লড়াই করে গেছে। আমি মনে করি দুটি ম্যাচ থেকেই ইতিবাচক অনেক কিছু মিলেছে আমাদের।’ আগামীকাল রোববার বাংলাদেশ দল কুয়েত যাবে। ২১ মার্চ সেখানে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৬ মার্চ কিংস অ্যারেনাতে হবে হোম ম্যাচ।