বিন্দু তালুকদার, সুনামগঞ্জ:
করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া সুনামগঞ্জের পাঁচ শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সুনামগঞ্জ জেলা পরিষদ।
মঙ্গলবার (৩১ আগষ্ট) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের লক্ষণশ্রী-তেঘরিয়া ঈদগাহ ময়দানে হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ১ লিটার ভোজ্য তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
দরিদ্রদের হাতে খাদ্য সামগ্রী তোলে দেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী প্রণব রায় চৌধুরী, সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, সাংবাদিক লতিফুর রহমান রাজু প্রমুখ ।
ত্রাণসামগ্রী বিতরণকালে সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট বলেন,‘করোন মহামারিতে কর্মহীন মানুষ যেন অভুক্ত না থাকে সে দিকে বিশেষ নজর রয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। কোনো দরিদ্র পরিবার যাতে অনাহারে না থাকে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।’
আরও পড়ুন
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শীতের রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন