January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 18th, 2024, 8:35 pm

সুনামগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে সংগীতশিল্পীসহ ২ জনের মৃত্যু

সুনামগঞ্জের ছাতকে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সংগীতশিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানসহ দুজন নিহত হয়েছেন।

এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা ব্রিজ সংলগ্ন টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিল্পী হাসান কালারুকা ইউনিয়নের শিমুলতলার মুক্তিরগাঁও গ্রামের মৃত দিলশাদ মিয়ার ছেলে এবং তার সঙ্গে থাকা অপর যাত্রী আব্দুস ছাত্তার একই গ্রামের আহাদ আলীর ছেলে।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের লায়েছ মিয়া, রুপন মিয়া ও জাহাঙ্গীর আলমকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে সিএনজিচালিত অটোরিকশায় করে দোয়ারাবাজার থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাগল হাসান ও আব্দুস ছাত্তারের মৃত্যু হয়।

ছাতক ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে নিহত দুইজনের লাশ উদ্ধার করেছে। পরে লাশ থানায় নেওয়া হয়।

দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।

ওসি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

পাগল হাসানের গানের মধ্যে ‘জীবন খাতা’, ‘আসমানে যাইয়ো না রে বন্ধু’, ‘আমি এক পাপিষ্ঠ বান্দা’, ‘রেলগাড়ির ইঞ্জিন’ উল্লেখযোগ্য।

—–ইউএনবি