সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ -সিলেট সড়কের শান্তিগঞ্জে ট্রাক- সিএনজি সংঘর্ষে সিএনজি চালক ও দুই যাত্রীসহ ৩ জন নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টার সময় শান্তিগঞ্জ উপজেলার বাঘেরকোনা-শত্রুমর্দন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিএনজি চালক হবিগঞ্জের আজমিরিগঞ্জের জলসুখা গ্রামের সজল ঘোষ (৪০) ও একই জেলার বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের বাসিন্দা আঁখি রানী চৌধুরী (৩৬) ও তার মেয়ে প্রথমা চৌধুরী (১৫)।
প্রথমা চৌধুরী সুনামগঞ্জ শহরের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী, তারা শহরে উকিলপাড়া এলাকায় বসবাস করছেন। সিএনজি চালক সজল ঘোষও শহরের নবীনগর এলাকায় বসবাস করেন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ট্রাক চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে । ট্রাক চালকের নাম পারভেজ আহমেদ (৩৫), তিনি জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে।
ট্রাক চালককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শুক্রবার সকালে নিহতরা সিএনজি যোগে সুনামগঞ্জ শহর থেকে হবিগঞ্জে যাচ্ছিলেন। পথে শান্তিগঞ্জের বাঘেরকোনা-শত্রুমর্দন এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক সজল ঘোষ ও আখি রানী চৌধুরী মারা যায়। গুরুতর আহত আখি রানী চৌধুরীর মেয়ে প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শান্তিগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে পুলিশের ওসি সুমন চৌধুরী জানান, ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক ও দুই যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। স্থানীয় লোকজন ট্রাক চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত