January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 23rd, 2022, 12:42 pm

সুনেরাহকে নিয়ে বিস্মিত পরিচালক, বিব্রত নায়ক

অনলাইন ডেস্ক :

সরকারি অনুদানে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের গল্প অবলম্বনে লেখা মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’ নির্মাণ করছেন পরিচালক খ. ম. খুরশীদ। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নায়ক নিরব। বিপরীতে সুনেরাহ বিনতে কামালের থাকার কথা থাকলেও, তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত দিয়েছেন। গত ৯ অক্টোবর সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন ‘ন ডরাই’ খ্যাত অভিনেত্রী সুনেরাহ। গত বৃহস্পতিবার সিনেমার সংবাদ সম্মেলনে নিরবকে দেখা গেলেও অনুপস্থিত ছিলেন অভিনেত্রী। এরপরই জানা গেল সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। গত শুক্রবার তিনি বলেছেন, আমি সাইনিং মানি ফেরত দেবো। কিন্তু নির্মাতা আমাকে প্রেসার দিচ্ছেন, সিনেমাটি করতে হবে। এই অবস্থায় তো ওই সিনেমায় অভিনয় করা আরও সম্ভব না। হঠাৎ কেন সড়ে দাঁড়ালেন, এমন প্রশ্নে গণমাধ্যমকে সুনেরাহ বলেন, আমাকে যে গল্প পাঠানো হয় সেটা পড়ার পর পরিচালকের সঙ্গে আমার চরিত্রের লাইনআপে পরিবর্তন আনার বিষয়ে কথা হয়। পরে যেটা পাঠিয়েছে সেটাও আমার পছন্দ হয়নি। সেটা নিয়েই কিছুটা গড়মিল অবস্থা তৈরি হয়েছে। পরিচালক একটু ভালোভাবে বললে হয়তো অভিনয় করা হতো। কিন্তু তিনি আমার সঙ্গে ভালো আচরণ করেননি। রূঢ় ভাষায় বলেছেন, আমাকে সিনেমাটি করতেই হবে। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি এটি করবো না। এদিকে, সুনেরাহ’র এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন সিনেমার পরিচালক খ. ম. খুরশীদ। তিনি গণমাধ্যমকে বলেছেন, মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে এই সিনেমা বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত হচ্ছে। সেই মোতাবেক সুনেরাহর সঙ্গে চুক্তি হয়েছে। সিনেমার গল্পকার দেশের একজন সাবেক মন্ত্রী। অভিনেতা আসাদুজ্জামান নূরের মতো ব্যক্তিত্ব স্ক্রিপ্ট পছন্দ করেছেন। সুনেরাহরও গল্প পছন্দ হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন। কিন্তু শেষ মুহূর্তে তার এই আচরণ আমাকে বিস্মিত করেছে। সিনেমা নির্মাণ তো আর বন্ধ হয়ে যাবে না। পরবর্তী পদক্ষেপ কী হবে, সেটা আমরা পরে জানাবো। সুনেরাহর সঙ্গে কোনো মতানৈক্য হয়েছে কি না, জানতে চাইলে খুরশীদ বলেন, কোনো মতানৈক্য হয়নি, কিছুই হয়নি। এটা সরকারের সাথে ডিড হয়েছে, আমার সাথে না। বিষয়টি নিয়ে সিনেমার নায়ক নিরব বলেছেন, সুনেরাহ স্ক্রিপ্ট পড়ে কাজে সম্মতি জানিয়ে চুক্তি স্বাক্ষর করেছেন। তাছাড়া কয়েকটি গণমাধ্যমে তিনি বলেছেন, সিনেমার গল্প পছন্দ হয়েছে বলেই কাজটি তিনি করতে চান। কিন্তু শেষ মুহূর্তে তার মত পরিবর্তন আমাদের বিস্মিত ও বিব্রত করেছে। তবে আমরা এ নিয়ে মোটেও বিচলিত নই।