October 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 21st, 2025, 6:18 pm

সুন্দরবনে ভ্রমণে এসে বিদেশী নারী পর্যটকের মৃত্যু

সুন্দরবন ভ্রমণে এসে বিদেশী এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে সুন্দরবন পূর্ব বনবিভাগের কচিখালী স্টেশনের ঘাটে জাহাজে অবস্থানকালে মারা যায় কারমেল নইলিন (৫৭) নামের নারী পর্যটক। খবর পেয়ে বনবিভাগ, কোস্ট গার্ড ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেন। পরে নৌ পুলিশ ওই নারী পর্যটকের মরদেহটি উদ্ধার করে। তবে হৃদরোগে আক্রান্ত হয়ে বিদেশী এ পর্যটকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বনবিভাগ। নিহত কারমেল নইলিন আয়ারল্যান্ডের (আইরিশ) নাগরিক। স্বামীসহ বিদেশী অন্যান্য পর্যটকদের সঙ্গে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন তিনি।

বনবিভাগ জানায়, শুক্রবার বিকেলে মোংলা থেকে এম,ভি আলাস্কা নামের একটি পর্যটনবাহী জাহাজে করে প্রথমে তারা করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র পরিদর্শন করেন। এরপর পর্যটনবাহী ওই জাহাজটি সেখান থেকে কচিখালী আসে। কচিখালীতে রাত্রিযাপন করে জাহাজের পর্যটকেরা।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব বলেন, ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণে মারা গেছে আইরিশ ওই নারী পর্যটক। শরণখোলার ধানসাগর নৌ পুলিশ শনিবার বিকেলে জাহাজ থেকে মরদেহটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করবে পুলিশ।

উল্লেখ্য, এর আগে গত ১৩ সেপ্টেম্বর সকালে কচিখালী অভয়ারণ্য স্টেশনের ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবে মারা গিয়েছিলো এক কিশোর পর্যটক। তার নাম মাহিত আব্দুল্লাহ (১৬)। পরিবারসহ ৭৫ জন পর্যটকের একটি দল ঢাকা থেকে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন ওই কিশোর পর্যটক।