January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 15th, 2025, 4:42 pm

সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী ক্রিকেট দল ছবি: এসিসি

নিজস্ব প্রতিবেদক:
বিশ্বকাপে মাঠে নামার আগে দল হিসেবে দারুণ ছন্দেই আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। গত ডিসেম্বরেই এশিয়া কাপের ফাইনালে খেলেছে দলটি। এরপর টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হারিয়েছে শ্রীলঙ্কাকে।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আজ সুমাইয়া আক্তারের নেতৃত্বে বাংলাদেশ দল জিতেছে গত বিশ্বকাপের রানার্সআপ ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডের বিপক্ষে মেয়েদের যে কোনো পর্যায়ের ক্রিকেটে যেটি বাংলাদেশের প্রথম জয়।
কুয়ালালামপুরে ম্যাচটি গিয়েছিল সুপার ওভার পর্যন্ত। যে সুপার ওভারে বাংলাদেশ জিতেছে ২ রানে। টসে জিতে ব্যাটিং করা ইংল্যান্ড ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১১৩ রান। এই রান তাড়া করতে নেমে জয়ের জন্য শেষ বলে বাংলাদেশের ১ রান দরকার ছিল। হাতে উইকেটও ছিল ১টি। তবে শেষ বলে রানআউট হয়ে যান নিশিতা আক্তার। ম্যাচ যায় সুপার ওভারে।

বাঁহাতি স্পিনার কোর্টিন কোলম্যানের করা সুপার ওভারে ১১ রান তোলে বাংলাদেশের মেয়েরা। যা আসে মূলত সাদিয়া আক্তারের ৩ বলে অপরাজিত ৮ রানের ইনিংসের সৌজন্যে। ওভারের চতুর্থ বলে ছক্কা মারেন এই ব্যাটার।
বাংলাদেশের হয়ে সুপার ওভারটি করেন পেসার হাবিবা আক্তার। পুরো ওভারে দারুণ বোলিং করা হাবিবার শেষ বলে ইংল্যান্ডের দরকার ছিল ৪ রান। প্রিশা তানাওয়ালা ২ রানের বেশি নিতে পারেননি। মূল ম্যাচেও ১৭ বলে ২০ রানের ইনিংস খেলেছিলেন সাদিয়া। আনিসা আক্তার উইকেট নিয়েছিলেন ৩টি।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নারী জাতীয় দল এর আগে ইংল্যান্ডের মেয়েদের হারাতে পারেননি। অনূর্ধ্ব ১৯ দল এর আগে তাদের বিপক্ষে খেলেওনি।

১৬ দলের বিশ্বকাপ শুরু হবে ১৮ জানুয়ারি, ফাইনাল ২ ফেব্রুয়ারি। বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল।