March 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, March 15th, 2025, 2:40 pm

সুপার ওভারে কোনো রান না দিয়ে টি-টুয়েন্টিতে বিশ্বরেকর্ড

খেলা ডেস্ক:

সুপার ওভার ঘিরে বরাবরই বাড়তি উন্মাদনা থাকে দর্শকদের মধ্যে। এর অবশ্য যথেষ্ট কারণও আছে। এক ওভারের মধ্যে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। ফলে এখানে বলে বলেই মোড় নেয় ম্যাচের ভাগ্য! কিন্তু এবার সুপার ওভারে ঘটল ভিন্ন এক ঘটনা। যা আগে কখনো দেখেনি আন্তর্জাতিক ক্রিকেট।

গতকাল শুক্রবার (১৪ মার্চ) মালয়েশিয়ায় ত্রিদেশীয় সিরিজে বাহরাইন ও হংকংয়ের মধ্যকার ম্যাচটি গড়ায় সুপার ওভারে। হংকংয়ের বিপক্ষে সুপার ওভারে কোনো রান না করেই গুটিয়ে যায় বাহরাইন। সুপার ওভারে আন্তর্জাতিক ক্রিকেটেব এমন ঘটনা এবারই প্রথম।

বাহরাইন সুপার ওভারে আগে ব্যাটিং করেছে। এহসান খানের করা সুপার ওভার শুরু হয় ডট বল দিয়ে। প্রথম বল ডট হওয়ার পরের দুই বলে টানা দুই উইকেট হারিয়েছে তারা। দ্বিতীয় বলে বাবর হায়াতকে ক্যাচ দিয়েছেন আমের বিন। আর তৃতীয় বলে নিজাকাত খানের হাতে ধরা পড়েন সোহাইল আহমেদ।

আইসিসির নিয়ম অনুযায়ী, সুপার ওভার দুই উইকেটের খেলা হয়। ফলে তিন বলের মধ্যেই দুই উইকেট হারিয়ে অলআউট হয় বাহরাইন।

Imageএক রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হংকংয়ের ৩ বল লেগেছে জয়ের বন্দরে পৌঁছাতে। বাবর ইনিংসের প্রথম দুই বল ডট খেলেছেন। তিন নম্বর বলে এক রান নিয়ে ম্যাচ জিতিয়েছেন তিনি।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এ ঘটনা নতুন হলেও টি-টুয়েন্টি লিগে এটা নতুন কিছু নয়। টি-টুয়েন্টি লিগগুলোতে সুপার ওভারে কোনো রান না করতে পারার ঘটনা আছে একাধিকবার।

২০০৯ সালে চ্যাম্পিয়নস লিগে সাসেক্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঈগলসের হয়ে সিজে ডি ভিলিয়ার্স সুপার ওভার মেডেন দিয়েছিলেন। তাছাড়া ২০১৪ সালের সিপিএলে গায়ানা অ্যামাজনের হয়ে ত্রিনিদাদ ও টোবাগো রেড স্টিলের বিপক্ষে সুপার ওভার মেডেন দিয়েছিলেন সুনীল নারিন।