January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 27th, 2021, 7:53 pm

সুপার টুয়েলভে দ্বিতীয় হার টাইগারদের

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ।

বুধবার আবুধাবিতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ইংল্যান্ডকে ১২৪ রানের টার্গেট দেয় বাংলাদেশ।

ইংল্যান্ডের হয়ে জেসন রয় ৬১ রান করে দলের জয়ে গুরত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন মুশফিকুর রহিম। ৩০ বল খেলে এ রান করেন তিনি।তবে শুরুটা ভালো করলেও আবারও ব্যর্থ হয়েছেন লিটন দাস। মাত্র ৯ রান করে মঈন আলীর বলে ফেরেন তিনি। পরের বলেই নাঈমকেও ফেরান মঈন আলী।

এছাড়া তিন নম্বর উইকেটে খেলতে নেমে সাকিবও ব্যর্থ হন। সাত বলে খেলে স্কোরবোর্ডে মাত্র চার রান যোগ করেন সাকিব।

চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহ ও মুশফিকের ব্যাট থেকে আসে ৩৭ রান। এছাড়া নবম উইকেটে খেলতে নেমে ৯ বল খেলে ১৯ করেন নাসুম আহমেদ। তাঁর ব্যাট থেকেই দুইটা ছয় আসে।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন টাইমিল মিলস। এছাড়া দুইটি করে উইকেট নিয়েছেন মঈন আলী ও লিয়াম লিভিংস্টোন।

—ইউএনবি