সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের চেয়ারম্যান হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমকে নিয়োগ দিয়েছেন প্রধান বিচারপতি।
বুধবার হাইকোর্ট বিভাগের রেজিস্টার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম. ইনায়েতুর রহিম বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারক হিসেবে নিয়োগ পাওয়ায় কমিটির চেয়ারম্যানের শূন্যপদে বাংলাদেশের প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে মনোনয়ন দিয়েছেন। এ বিষয়ে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হলো।’
উল্লেখ্য, ২০১৫ সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড প্রতিষ্ঠার পর থেকে বিচারপতি এম ইনায়েতুর রহিম সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ৯ জানুয়ারি তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। এরপর থেকে সুপ্রিমকোর্ট লিগাল এইড কমিটির চেয়ারম্যান পদটি শুন্য হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫
আলোচিত মামলা থেকে খালাস, অব্যাহতি