December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 7th, 2024, 9:03 pm

সুমন রেজার গোলে জয়ের ধারায় আবাহনী

নিজস্ব প্রতিবেদক:

বিদেশি ফুটবলার ছাড়া আবাহনী বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় জয় পেয়েছে। শনিবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী ১-০ গোলে হারিয়েছে নবাগত ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে। এ বছর শেষ রাসেল ক্রীড়া চক্র থেকে আবাহনীতে যোগ দেওয়া স্ট্রাইকার সুমন রেজা ম্যাচের একমাত্র গোলটি করেছেন ৫৮ মিনিটে।

আবাহনী প্রথম ম্যাচে আরেক নবাগত ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ২-০ ব্যবধানে হারালেও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছিল ৭১ মিনিট পর্যন্ত। আবাহনী প্রথম দুই ম্যাচ জিতলো নবাগত দুই দলের বিপক্ষে, যারা অপেক্ষাকৃত কম শক্তির।

এই প্রথম বিদেশি ছাড়া খেলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়নরা। মারুফুল হকের অধীনে এই আকাশি-নীলরা এবার কতদূর যেতে পারবে সেটাই দেখার। প্রথম দুই ম্যাচে পূর্ণ পয়েন্ট পেলেও খেলা দেখে মন ভরেনি সমর্থকদের।

আবাহনী তৃতীয় রাউন্ডেই মুখোমুখি হতে মোহামেডানের। আগামী ১৪ ডিসেম্বর কুমিল্লায় মুখোমখি হবে দেশের দুই জনপ্রিয় দল। মোহামেডান ও আবাহনী দুই দলই পূর্ণ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে।