October 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 14th, 2025, 12:10 am

সুযোগ পেয়েও হার এড়ানো গেল না প্রোটিয়াদের বিপক্ষে

ছবি: আইসিসি

 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের খুব কাছ পর্যন্ত গিয়েও শেষ হাসি হাসতে পারল না বাংলাদেশ নারী দল। ২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়ারা ৩ বল বাকি থাকতে ৩ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয়।

অথচ এক পর্যায়ে মাত্র ৭৮ রানে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের দিকেই নিয়ে এসেছিল নিগার সুলতানার দল।

সোমবার ভারতের বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে পরিকল্পনামাফিক ইনিংস গড়ে বাংলাদেশ। দুই ওপেনার ফারজানা হক ও রুবায়া হায়দারের ৫৩ রানের উদ্বোধনী জুটি দলকে শক্ত ভিত দেয়। ৫২ বলে ২৫ রান করে ফেরেন রুবায়া। ফারজানাও ফেরেন ৭৬ বলে ৩০ রান করে।

 

এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিন সুপ্তার ব্যাটে আসে ৭৭ রানের দারুণ জুটি। জ্যোতি ৪২ বলে ৩২ রান করেন, যেখানে ছিল পাঁচটি চার। তিনে নামা সুপ্তা ৭৭ বলে ছয় চারের সাহায্যে তুলে নেন অর্ধশতক।

শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন স্বর্ণা আক্তার। মাত্র ৩৫ বলে ৫১ রানের হার না মানা ইনিংস খেলেন এই স্পিন অলরাউন্ডার। তিনটি চার ও তিনটি ছক্কা মারেন তিনি—বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে দ্রুততম ফিফটি ও এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ড গড়ে। স্বর্ণার সঙ্গে ঋতু মনির ৮ বলে ১৯ রানের ক্যামিওয় বাংলাদেশ পায় ৬ উইকেটে ২৩২ রানের লড়াকু সংগ্রহ।

জবাবে দক্ষিণ আফ্রিকা শুরুতেই চাপে পড়ে যায়। মাত্র ৩ রানে প্রথম উইকেট হারায় তারা। ৫৫ রানের জুটি গড়লেও পরের ধাক্কায় ২৩ রানের ব্যবধানে হারায় ৪ উইকেট। স্কোরবোর্ডে তখন ৭৮/৫। কিন্তু সেখান থেকে ম্যাচ ঘুরিয়ে দেন মারিজান ক্যাপ ও কোয়ি টাইরন। ষষ্ঠ উইকেটে তাদের ৮৫ রানের জুটি ম্যাচে ফিরিয়ে আনে প্রোটিয়াদের।

ক্যাপ ৭১ বলে ৫৬ রান করেন চারটি চার ও একটি ছক্কায়। টাইরন ৬৯ বলে ছয় চার ও এক ছক্কায় করেন ৬২ রান। শেষ দিকে ডি ক্লার্কের ২৯ বলে ৩৭ রানের ইনিংসে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।

এর আগে প্রথম ম্যাচেও ইংল্যান্ডের বিপক্ষে জয়ের সুযোগ তৈরি করেও হার মানতে হয়েছিল বাংলাদেশকে। এবারও লোয়ার অর্ডারের সামনে টিকতে পারল না মেয়েরা।

এনএনবাংলা/