October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 23rd, 2025, 1:18 pm

সুযোগ পেলে কালো সাপগুলো ছোবল মারবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সতর্ক করে বলেছেন, যারা অর্থ ও বিভিন্ন সুবিধার বিনিময়ে শয়তানদের আশ্রয় দিচ্ছেন, তাদের সাবধান হওয়া উচিত। কারণ, সুযোগ পেলেই এই কালো সাপগুলো তাদেরই ছোবল মারবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

অনেকে মনে করছেন, সম্প্রতি নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতাকর্মীদের ডিম নিক্ষেপের ঘটনায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে উদ্দেশ্য করেই সারজিস এই ইঙ্গিতপূর্ণ পোস্টটি করেছেন।

ফেসবুক পোস্টে সারজিস লেখেন, “এই পা-চাটা দালালরা জনতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। তাদের মা হাসিনা—যিনি হাজারো হত্যার নির্দেশ দাতা। গত ১৭ বছরে এই দেশে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা, লুটপাট, ধর্ষণ—এমন কোনো ঘৃণ্য কাজ নেই যা তারা করেনি।”

তিনি আরও বলেন, “এই অসভ্য জানোয়ারদের কোনো অনুশোচনা নেই। দালালি করতে করতে তারা বিবেকবোধ হারিয়েছে। তারা পরিবার-পরিজনের জন্যও অভিশাপ।”

পোস্টে সারজিস জোর দিয়ে লেখেন, “এখন আর এই নরপশুদের ছাড় দেওয়ার সুযোগ নেই। যারা টাকার বিনিময়ে তাদের আশ্রয় দিচ্ছেন, সতর্ক হোন। কারণ সুযোগ পেলেই এই কালো সাপগুলো আপনাদেরই ছোবল মারবে।”

উল্লেখ্য, সোমবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল। তাদের সফরসঙ্গী হিসেবে রয়েছেন দেশের শীর্ষ কয়েকজন রাজনৈতিক নেতা।

 

এনএনবাংলা/