সিলেটের সুরমা নদীতে ১০০ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ ধরা পড়েছে। রবিবার সকালে লামাকাজি এলাকার সুরমা নদীতে এই বিশাল মাছটি জেলেদের জালে ধরা পড়ে।
জেলেদের কাছ থেকে কাজিরবাজার মৎস্য আড়তের এক ব্যবসায়ী সেটি কিনে নেন এবং পরবর্তীতে তার কাছ থেকে মাছটি কেনেন সিলেট নগরীর কাজিরবাজার এলাকার বাসিন্দা মো. বেলাল মিয়া।
বেলাল মিয়াও মাছটি বিক্রির জন্য নগরীর লালবাজারে নিয়ে আসেন। তিনি জানান, এক লাখ টাকা দিয়ে তিনি মাছটি কিনেছেন। এখন দেড় লাখ টাকা দাম চাইছেন। অবশ্য এক লাখ ২০ থেকে এক লাখ ৩০ হাজার টাকা পেলে তিনি মাছটি বিক্রি করে দেবেন বলে জানান।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২