January 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 13th, 2022, 6:22 pm

সুরমা ডাইকে ‘হঠাৎ’ ভাঙন, ঝুঁকিতে স্থাপনা

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেটের কানাইঘাট পৌরসভার গুরুত্বপূর্ণ নন্দিরাই (পূর্ব সোনারতালুক) সুরমা ডাইকের প্রায় ১০০ মিটার এলাকা জুড়ে হঠাৎ ভাঙন দেখা দিয়েছে। এতে আতংক বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ভাঙনের ঝুঁকিতে পড়েছে রাস্তাঘাট ও সরকারি বেশকিছু স্থাপনা।
স্থানীয়রা জানান, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে সীমান্তবর্তী এই এলাকার ওপর দিয়ে প্রবাহিত সুরমা নদীতে ভাঙন আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে।
এদিকে সরেজমিনে ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেছেন পাউবো কর্মকর্তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, ঐতিহ্যবাহী কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের পাকা সড়ক সংলগ্ন প্রায় ১০০ মিটার এলাকা জুড়ে এক সপ্তাহ ধরে ভাঙনের সৃষ্টি হয়। প্রতিদিনই কিছু এলাকা ভেঙে নদী গর্ভে বিলীন হচ্ছে। এছাড়া দিনদিন ভাঙন তীব্র আকার ধারণ করছে। এতে পাউবো’র গেজ রিডার অফিস, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়, বন বিভাগের উপজেলা বিট অফিস, কানাইঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুলিশের সার্কেল অফিস, মসজিদ, শাহী ঈদগাহ, বাসাবাড়ি ও দোকানপাট ঝুঁকির মধ্যে রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে এসব স্থাপনা বিলীন হওয়ার আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।
এদিকে ভাঙনে সড়ক ক্ষতিগ্রস্থ হওয়ায় পৌরসভাসহ সদর ইউনিয়নের কয়েকটি এলাকার জনসাধারণ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
স্থানীয় বাসিন্দা শামসুল ইসলাম বলেন, ‘সড়কের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেওয়ায় পায়ে হেটে চলাচল করতে হয়। ডাইক ঘেষা গ্রামগুলোর বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিলাল উদ্দিন বলেন, “ভাঙন কবলিত স্থানের উভয় পাশে সুরমা ডাইক ‘ভাঙন প্রতিরোধে ব্লক বাঁধ’ রয়েছে। কিন্তু, ভাঙন কবলিত অংশের ১০০ মিটারের মধ্যে কোনো ব্লক বাঁধ নেই। পাউবো’র পক্ষ থেকে দ্রুত টেকসই বেড়িবাঁধ ও ব্লক স্থাপন না করা হলে সুরমা ডাইকের পাকা সড়কসহ বাড়িঘর, দোকান ও সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে।”
তিনি আরো বলেন, ‘এলাকাবাসীর পক্ষ থেকে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত আবেদন করা হয়েছে। ইউএনও সুমন্ত ব্যানার্জি তাৎক্ষণিক এ বিষয়টি সিলেট পাউবো’র কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে অবহিত করেন।’
সিলেট পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান বলেন, ‘এরই মধ্যে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। সামগ্রিক পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’
সিলেট পাউবো’র নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, ‘সুরমার ডাইকে ভাঙনের খবর পেয়ে একজন উপ-সহকারী প্রকৌশলীকে পরিদর্শনে পাঠিয়েছি। ডাইকের ভাঙন ঠেকাতে করণীয় নির্ধারণ করতে ঢাকাকে অবহিত করেছি।’