January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 17th, 2023, 7:43 pm

‘সুলতানপুর’ ট্রেইলারে সীমান্তের অচেনা জগৎ

অনলাইন ডেস্ক :

সৈকত নাসির পরিচালিত ‘সুলতানপুর’ সিনেমার ট্রেইলার রহস্য, রোমাঞ্চ ও সীমান্তের এক অচেনা জগতের কৌতুহলি ঘ্রাণ ছড়াল। সীমান্ত এলাকার চোরাচালান, বাটপারি, ক্ষমতা, মাদক পাচার, মাদক স¤্রাটসহ অনেক বিষয়ই ট্রেলারে উঠে এসেছে। গত সোমবার রাতে সুলতানপুর সিনেমাটির ট্রেইলার প্রকাশ করা হয়। আসাদ জামানের গল্পে নির্মিত এ সিনেমায় আশীষ খন্দকার, অধরা খান, সুমন ফারুক, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা অভিনয় করেছেন।

ট্রেলার মুক্তি ও সিনেমা প্রসঙ্গে মঙ্গলবার বিকেলে কথা হয় এর নির্মাতা সৈকত নাসিরের সঙ্গে। তিনি বলেন, ‘সিনেমাটার বড় একটি ক্যানভাস রয়েছে। এটি বর্ডার এলাকার গল্প। নানা রকম গল্পের মিশ্রণে একটি গল্প তৈরি হয়েছে। আমি জানি এই সিনেমা আমার কাছে স্পেশাল কিছু, কারণ আমি বসর্বোচ্চ দিয়ে এটা বানিয়েছি। তাই এটা যেন সর্বোচ্চ মানুষ দেখে, দেখতে পায় সেই চেষ্টা করে যাচ্ছি।’ আশীষ খন্দকার বলেন, ‘আমি খুব বেছে বেছে কাজ করি।

এই সিনেমার গল্প এবং আমার চরিত্রটা রহস্যময় ও শক্তিশালী। কাজ করে আনন্দ পেয়েছি। দর্শকের সিনেমাটা ভালো লাগবে।’ এই সিনেমা নিয়ে অধরা খান বলেন, ‘আমরা সিনেমার কাজ শুরু করি ২০২০ সালে। ওই বছরেই কাজ শেষ করি। এখন মুক্তি পাচ্ছে। বর্ডার যদিও সুলতানপুর হয়ে আসছে, আমি মনে করি দর্শক একটা সিনেমার গল্প দেখতে আসবে। সেটা বর্ডার হোক আর সুলতানপুর হোক। গল্পটা তাদের ভালো লাগবে।’ আগামী ২ই জুন মুক্তি পাবে ‘সুলতানপুর’।