অনলাইন ডেস্ক :
প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য মামলার চার্জশিট দিয়েছে ভারতের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (এনসিবি)। সেখানে প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মাদক কেনার অভিযোগ তুলেছেন এনসিবি। চার্জশিটে এনসিবির অভিযোগ, ৩০ বছর বয়সি রিয়া চক্রবর্তী অল্প পরিমাণ গাঁজা ক্রয় ও অর্থায়ন করেছেন। এই কা-ে তাঁর ভাই শৌভিক চক্রবর্তীও জড়িত। এই গাঁজা সুশান্ত সিংয়ের কাছে পৌঁছে দেওয়া হতো এবং বিনিময়ে অর্থ গ্রহণ করা হতো। খবর এনডিটিভির। হিন্দুস্তান টাইমসের খবর, এনসিবির চার্জশিটে রিয়া চক্রবর্তীর নামে ওঠা অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত স্যামুয়েল মিরান্ডা, ভাই শৌভিক, দীপেশ সাওয়ান্ত এবং অন্যান্যের থেকে ‘গাঁজা’-র অনেক ডেলিভারি নিয়েছেন এবং তা দিয়েছেন সুশান্তকে। ২০২০ সালের মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে এদেরকে টাকাও দিয়েছেন তিনি। এই অভিযোগ প্রমাণ হলে রিয়া চক্রবর্তীর ১০ বছরের বেশি জেল হতে পারে। এই মামলায় আসামি করা হয়েছে ৩৪ জনকে। এর আগে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়া স্বীকার করেছিলেন যে সুশান্ত সিং রাজপুত গাঁজা খেতেন। তবে বলেছেন, তিনি নিজে মাদক গ্রহণ করেন না এবং কাউকে মাদক গ্রহণে সাহায্য করেননি। রিয়া এ-ও বলেছিলেন, প্রয়োজনে তিনি রক্ত পরীক্ষার জন্য প্রস্তুত। ২০২০ সালের ১৪ জুন নিজের বান্দ্রার বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সুশান্ত সিং রাজপুতকে। পুলিশ বলেছে, সুশান্ত আত্মহত্যা করেছেন। নারকোটিক্স কনট্রোল ব্যুরো রিয়াকে গ্রেপ্তার করে ওই বছরের ৮ সেপ্টেম্বর। মুম্বাইয়ের বাইকুল্লা জেলে রিয়া ছিলেন প্রায় এক মাস। পরে জামিনে মুক্ত হন।
আরও পড়ুন
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন’
পোশাক পরতে পারি না : আইশা খান
পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানালেন বুবলী