সহিংসতা পরিহার করে ‘অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সকল পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
বৃহস্পতিবার(২ নভেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে দলের নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান।
ব্রিটিশ হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় বলেছে, ‘ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।’
বার্তায় বলা হয়, ‘অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে যুক্তরাজ্য সব পক্ষকে সংযম প্রদর্শন, সহিংসতা পরিহার এবং একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে।’
এর আগে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন সারা কুক।
বৈঠকে তিনি গত ২৮ অক্টোবরের সহিংসতা ও প্রাণহানির ঘটনায় যুক্তরাজ্যের গভীর উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেন।
—-ইউএনবি
আরও পড়ুন
কর্মস্থলে ‘তুই-তুমি’ সম্বোধন বন্ধের সুপারিশ কমিশনের
এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের সঙ্গে এনসিপির বৈঠক
হঠাৎ কক্সবাজারে পরীমণি! কাকে দিলেন সারপ্রাইজ?