রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, “নির্বাচন কমিশন যাতে সুষ্ঠু ও ভালো নির্বাচন পরিচালনা করতে পারে, রাষ্ট্রপতি তা নিশ্চিত করার জন্য সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।”
বৈঠকে সিইসির পক্ষ থেকে ভোটার তালিকার ক্রম সংযোজন, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া এবং সংসদ নির্বাচনের দিন গণভোটের বিষয়েও রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। এছাড়া ভোটের সময় বৃদ্ধি, ইসির সার্বিক প্রস্তুতি এবং প্রবাসী ভোটের বিষয়গুলোও আলোচিত হয়েছে।
অন্যদিকে, নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে কমিশনারদের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার। বৈঠকের প্রায় এক ঘণ্টা পর তফসিল ঘোষণা করা হবে।
এর আগে, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দল বুধবার সকাল ১২:২০ মিনিটে বঙ্গভবনে পৌঁছান।
এনএনবাংলা/

আরও পড়ুন
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে স্বরাষ্ট্র উপদেষ্টা
কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
বর্ধমান হাউস : কাজী নজরুল ইসলাম ও মুসলিম সাহিত্য সমাজ