January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 21st, 2021, 8:19 pm

সু চির বিরুদ্ধে ওয়াকিটকির মামলার রায় ঘোষণা স্থগিত

অনলাইন ডেস্ক :

অবৈধভাবে ওয়াকিটকি আমদানির দায়ে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির বিরুদ্ধে মামলার রায় ঘোষণা পিছিয়েছেন আদালত। গত সোমবার বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, আদালত এই রায় ঘোষণা ২৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রেখেছেন। তবে কেন স্থগিত হলো আদালত সে বিষয়ে কোনো ধরনের ব্যাখ্যা দেননি। মিয়ানমারের রাজধানী নেপিডোয় জান্তার একটি বিশেষ আদালতে সু চির বিচার চলছে। গত ১ ফেব্রুয়ারি থেকে সেনাদের হাতে বন্দি হন সু চি। এর চার মাস পর গত জুনে তার বিচার শুরু হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গসহ ১১টি অভিযোগ রয়েছে। সব মামলায় জান্তার আদালত তাকে দোষী সাব্যস্ত করলে বাকি জীবনটা তাকে কারাগারেই কাটাতে হতে পারে। এরমধ্যে গত ৬ ডিসেম্বর দেশটির ক্ষমতাচ্যুত ও কারাবন্দী নেত্রী সু চিকে দুই বছরের কারাদ- দিয়েছে জান্তা আদালত। বলা হচ্ছে, করোনাসংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ ও সেনাবিরোধী উসকানির কারণে তাকে এ সাজা দেওয়া হয়েছে। শুধু সু চি নন, তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদেরও বিচার করছে জান্তা। গত নভেম্বরের শুরুতে সাবেক এক মন্ত্রীকে ৭৫ বছরের কারাদ- দেওয়া হয়। সু চির এক ঘনিষ্ঠ সহযোগীকেও ২০ বছরের কারাদ- দেওয়া হয়েছে।