মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চির শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ছেলে কিম আরিস।
জান্তা সরকারের কারাগারে আটক থাকা এই নেত্রীর কোনো নির্ভরযোগ্য সংবাদ না পাওয়ায় তিনি আশঙ্কা করছেন—তাঁর মা হয়তো ইতোমধ্যেই মারা গেছেন, অথবা কোনো এক সময় মারা গেলে সেই খবরটিও তিনি জানতে পারবেন না। খবর এএফপি।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কিম আরিস বলেন, গত কয়েক বছর ধরে ৮০ বছর বয়সী তাঁর মায়ের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই তাঁকে বিভিন্ন মামলায় আটক রেখে কারাগারে রাখা হয়েছে।
আরিস জানান, এই সময়ের মধ্যে মায়ের স্বাস্থ্যের বিষয়ে তিনি কেবল বিক্ষিপ্ত ও পরোক্ষ কিছু তথ্য পেয়েছেন। এসব তথ্যে জানা গেছে, অং সান সু চি হৃদ্যন্ত্র, অস্থি ও মাড়ির সমস্যায় ভুগছেন। তবে তাঁর বর্তমান শারীরিক অবস্থা কিংবা তিনি কোথায় এবং কীভাবে চিকিৎসা পাচ্ছেন—সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা এবং জান্তা সরকারের পক্ষ থেকে স্বচ্ছ তথ্য না দেওয়ায় অং সান সু চির জীবন ও নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
গুলশানে তারেক রহমানের জন্য প্রস্তুত বাসভবন ও অফিস
ডেভিল হান্টে ৯০ দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রলয় চাকী আটক
সিডনির বন্ডাই বিচ ট্র্যাজেডি: হামলাকারী ভারতের নাগরিক