টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেম করছেন পরিচালক সৃজিত মুখার্জি! এ নিয়ে বেশ জোড়ালো গুঞ্জন চলছে টলিপাড়া থেকে শুরু করে নেটদুনিয়ায়ও। বিষয়টি নিয়ে দুজনের কেউই এখন পর্যন্ত মুখ খুলেননি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গুঞ্জনের মাঝে গতকাল সোমবার স্যোশাল মিডিয়ায় শুভ সপ্তমীতে অভিনেত্রী সুস্মিতার সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন সৃজিত মুখার্জি।

ছবির একটিতে তাদের একে-অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা গেছে। মুখে দুজনেরই লাজুক হাসি। আরেকটি ছবিতে আবার সৃজিতকে দেখা গেল সুস্মিতার ছবি তুলে দিতে।
এদিকে বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির বিয়ে-বিচ্ছেদের গুঞ্জন নতুন নয়।
সম্প্রতি একটি পডকাস্টে এসে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘২৪- এর জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি (কলকাতা) যাইনি। আমার ভিসা নেই।’

অনেকেই বলছেন সৃজিত মুখার্জি এখন আর আপনার হাজব্যান্ড (স্বামী) নয়-আপনি কী বলবেন? সঞ্চালকের এমন প্রশ্নে জবাবে মিথিলা বলেন, ‘এটা তো যারা বলছে, তারা বলছে। আমি কিছুই বলব না।’
তার মানে সৃজিত কি এখনো আপনার স্বামী?—এমন প্রশ্নের জবাবে দুই সেকেন্ড সময় নিয়ে মিথিলা বলেন, ‘হ্যাঁ, পাসপোর্টে তার নামটি আছে।’
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিতকে বিয়ে করেছেন মিথিলা। বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থিতু হয়েছিলেন মিথিলা, আইরাকে কলকাতার স্কুলে ভর্তি করিয়েছিলেন। তবে দুই বছর ধরে মেয়েকে নিয়ে ঢাকায় রয়েছেন তিনি।
এনএনবাংলা/

আরও পড়ুন
ব্রুনাইকে উড়িয়ে দিলো বাংলাদেশের কিশোর ফুটবলাররা
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই
পারিবারিক দ্বন্দ্বে নিরাপত্তাহীনতায় পপি