অনলাইন ডেস্ক :
দীর্ঘ হতাশার সুড়ঙ্গ শেষে আলোর রেখা খুঁজে পেয়েছিলেন কাইল জেমিসন। কিন্তু আশার ঝিলিক দিয়েই সেই আলো গেল মিলিয়ে। জেমিসন পড়ে রইলেন সেই আঁধারেই। চোট-আঘাতের সঙ্গে লড়াই শেষে যখন তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা, তখনই আবার লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন ৬ ফুট ৮ ইঞ্চি লম্বা এই পেসার। পিঠের সেই পুরনো সমস্যা কাটাতে এই সপ্তাহেই অস্ত্রোপচার করাতে হবে জেমিসনকে। সুস্থ হয়ে মাঠে ফিরতে তার লেগে যাবে আরও অন্তত তিন-চার মাস। অথচ ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত মাউন্ট মঙ্গানুই টেস্ট দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল। গত জুনে ইংল্যান্ড সফরে গিয়ে স্ট্রেস ফ্র্যাকচার নিয়ে ছিটকে পড়েন তিনি। এরপর সময় নিয়ে ধীরে ধীরে তাকে সুস্থ করে তোলা হয়। ৭ মাস পর গত মাসে তিনি ফেরেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে খেলেন তিনটি ম্যাচ, একদিনের ম্যাচের টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতেও দুটি ম্যাচে মাঠে নামেন। এরপর জাতীয় দলে ফেরার প্রক্রিয়ার অংশ হিসেবে দুই সপ্তাহ আগে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিউ জিল্যান্ড একাদশের হয়ে খেলে ১৫ ওভার বোলিংয়ে ৩ উইকেট নেন। সব কিছুই পরিকল্পনা অনুযায়ী চলছিল। কিন্তু এরপরই সেই স্ট্রেস ফ্রাকচার আবার মাথাচাড়া দেয়। স্ক্যান করানোর পর শল্যবিদের পরামর্শে অস্ত্রোপচার করানোরই সিদ্ধান্ত হয়। নিউ জিল্যান্ডের কোচ গ্যারি স্টেডের আশা, অস্ত্রোপচার দিয়েই এই সমস্যা থেকে পুরোপুরি মুক্তি মিলবে ২৮ বছর বয়সী জেমিসনের। “কাইলের জন্য সময়টি খুবই চ্যালেঞ্জিং ও কঠিন, আমাদের জন্য হতাশার। যখন সে দলে থাকে, সব ধরনের ক্রিকেটেই সে দারুণ। আমরা তাকে শুভ কামনা জানাই এবং ইঙ্গিত যা মিলছে, তাতে মনে হচ্ছে তিন-চার মাস পরে আরও ভালোভাবে অবস্থা বুঝতে পারব।” “অনেক বিশ্বমানের ক্রিকেটারের পিঠের অস্ত্রোপচার হয়েছে এবং তাদের ক্ষেত্রে সময়টা বিভিন্নরকম লেগেছে। আমরা কাইলকে সেরে ওঠার জন্য সম্ভাব্য সেরা সময়টুকু দিতে চাই, কারণ আমরা জানি, আমাদের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ। অস্ত্রোপচার করলে তুলনামূলক দ্রুত মাঠে ফেরা যায়, তার জন্য এটিই এখন প্রেরণার ব্যাপার।” জেমিসনকে ফিরে না পেলেও আরেকটি সুখবর পেয়েছে নিউ জিল্যান্ড। দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য প্রথম টেস্টে না খেলা ম্যাট হেনরি যোগ দিয়েছেন দলে। দ্বিতীয় টেস্টে এই পেসারের খেলা অনেকটাই নিশ্চিত। প্রথম টেস্টে দুই অভিষিক্ত পেসার স্কট কুগেলাইন ও ব্লেয়ার টিকনারকে নিয়ে খুব বেশি ভালো করতে পারেনি কিউই পেস আক্রমণ। দ্বিতীয় টেস্টের দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে পেসার জ্যাকব ডাফি ও লেগ স্পিনার ইশ সোধিকে। আগামী শুক্রবার থেকে ওয়েলিংটনে শুরু দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে ২৬৭ রানের জয়ে সিরিজে এগিয়ে ইংল্যান্ড।
আরও পড়ুন
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি