ঢাকার সেগুন বাগিচায় কর কমিশনের ১২ তলা ভবনের চতুর্থ তলার আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সোমবার দুপুরে ভবনের চতুর্থ তলার কার্নিশে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হেডকোয়ার্টার্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান সিকদার বলেন, ‘দুপুর ১টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর ২ টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
দেশে এই মুহুর্তে দরকার বিচার ও সংস্কার: নাহিদ ইসলাম
এসআই পরিচয়ে থানায় তরুণী, কনস্টেবলকে ভুলে ‘স্যার’ ডেকে ধরা
যৌন নির্যাতনের কারণে নিখোঁজের ২১ দিন পর কিশোরী রিতু পিবিআই হেফাজতে