July 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 10th, 2025, 7:55 pm

সেনাপ্রধানের চাপে প্রেসিডেন্টের পদত্যাগের খবর, প্রত্যাখ্যান করল পাকিস্তান সরকার

পাকিস্তানে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সম্পর্ক ফাটলের খবরটি গুঞ্জন/ ফাইল ফটো

 

পাকিস্তানে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পদত্যাগ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ‘প্রেসিডেন্ট পদ গ্রহণের জন্য আগ্রহী’ বলে দেশ-বিদেশে গুঞ্জন ছড়িয়েছে। ব্যাপক গুঞ্জনে অবশেষে বৃহস্পতিবার (১০ জুলাই) দেশটির সরকার এ নিয়ে মুখ খুলেছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে লক্ষ্য করে এই বিদ্বেষপূর্ণ প্রচারণার পেছনে কারা রয়েছে, এ বিষয়ে আমরা সম্পূর্ণ অবগত।


পাকিস্তানে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির/ ফাইল ফটো

নাকভি বলেন, প্রেসিডেন্ট জারদারির সশস্ত্র বাহিনীর নেতৃত্বের সঙ্গে একটি দৃঢ় এবং শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে। আমি স্পষ্টভাবে বলেছি, প্রেসিডেন্টকে পদত্যাগ করতে বলা বা সেনাপ্রধানকে প্রেসিডেন্ট পদ গ্রহণের জন্য আগ্রহী করার বিষয়ে কোনো আলোচনা হয়নি এবং এমন কোনো ধারণাও নেই।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই গুঞ্জনের সঙ্গে জড়িতদের প্রতি আমার কথা হলো, শত্রুরা বিদেশি সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা করে যা ইচ্ছা তাই করুক। আমাদের ক্ষেত্রে, আমরা পাকিস্তানকে আবার শক্তিশালী করার জন্য যা কিছু করা প্রয়োজন তা করব, ইনশাআল্লাহ।

সূত্র: জিও নিউজ

এনএনবাংলা/আরএম