January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 24th, 2022, 9:03 pm

সেনাবাহিনীর দেয়া ঈদ উপহার পেলেন খাগড়াছড়ির দরিদ্ররা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃত দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রায় তিন শতাধিক পাহাড়ি-বাঙালির এই ঈদ সামগ্রী পেয়ে খুশি।

রবিবার বেলা ১১টার দিকে মহালছড়ি উপজেলার মানিকছড়ি এলাকায় শখাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো.জাহাঙ্গীর আলম সবার হাতে ঈদ সামগ্রীগুলো তুলে দেন।

তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। তাইতো পার্বত্য এলাকায় বসবাসরত পাহাড়ি-বাঙালির মাঝে অসাম্প্রদায়িক মেল বন্ধন ছড়িয়ে দিতে আসন্ন ঈদে পাহাড়ি-বাঙালি সবার মুখে একটু হাসি ফোটানোর জন্য সবার ঘরে ঈদ সামগ্রী পৌঁছিয়ে দিতে সেনাবাহিনীর এ সামান্য প্রয়াস।

উপহার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আরাফাত সিদ্দিকী, খাগড়ছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. জাহিদ হাসান ।

—ইউএনবি