ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার অবতরণকালে দুর্ঘটনার কবলে পড়ে দুজন পাইলট আহত হয়েছেন।
আহত দুই পাইলট লেফটন্যান্ট কর্নেল ইসমাইল ও মেজর শামসকে চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে রাজধানীর সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। তারা আশঙ্কামুক্ত।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এসব তথ্য জানানো হয়েছে।
আর্মি এভিয়েশনের বিইএলএল-২০৬ হেলিকপ্টারটি রুটিন প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে জরুরি অবতরণ পদ্ধতি অনুশীলন করছিল। এ সময় যান্ত্রিক ত্রুটির কারণে দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা কবলিত এলাকা ও হেলিকপ্টারের নিরাপত্তায় স্থানীয় পুলিশ সহায়তা দিচ্ছে।
এছাড়া হেলিকপ্টারটি উদ্ধারে পোস্তগোলা ও মাওয়া সেনানিবাসের নিরাপত্তা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে রওনা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি