April 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 31st, 2024, 5:32 pm

সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা হালকাভাবে দেখার সুযোগ নেই: জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরে বিক্ষোভকালে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে কি না, এমন প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, অগ্নিসংযোগের ঘটনা যদি বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে হয়ে থাকে, দেশ এবং অর্থনীতিকে অস্থিতিশীল করার কোনো ছক থেকে থাকে, তাহলে বিষয়টি হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ হয়। একপর্যায়ে দুই পোশাকশ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন; বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশ ও সেনাবাহিনীর পৃথক দুটি গাড়িতে আগুন লাগিয়ে দেন।

বিকেল তিনটার দিকে এ বিষয়ে জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে ‘রাজধানীর কচুক্ষেতে পোশাক শ্রমিকদের বিক্ষোভে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন!!’ শিরোনামে দলের আমির শফিকুর রহমান একটি স্ট্যাটাস দেন।

শফিকুর রহমান লিখেছেন, ‘খুব নিকট সময়ের ভেতরেই গোপালগঞ্জের পর ঢাকার কচুক্ষেতে এই ঘটনা ঘটল। শ্রমিকদের যদি কোনো ন্যায্য দাবি-দাওয়া থাকে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ন্যায্যতার ভিত্তিতে সমাধান করবেন—এটাই তাদের কর্তব্য। কিন্তু বিক্ষোভকালে সেনাবাহিনী এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, এটা যদি বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে হয়ে থাকে, দেশ এবং অর্থনীতিকে অস্থিতিশীল করার কোনো ছক থেকে থাকে, তাহলে বিষয়টি হালকাভাবে দেখার কোনোই সুযোগ নেই।’