September 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 19th, 2025, 3:03 pm

সেনা ক্যাম্প ছেড়ে ভাড়া বাসায় নেপালের সাবেক প্রধানমন্ত্রী!

নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব নেপাল (সিপিএন–ইউএমএল)-এর চেয়ারম্যান কেপি শর্মা অলি সেনাবাহিনীর কড়া নিরাপত্তা ছেড়ে দিয়েছেন। ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে জানা গেছে, তিনি বর্তমানে রাজধানী কাঠমান্ডুর পার্শ্ববর্তী ভক্তপুর জেলার গুণ্ডু এলাকায় একটি ভাড়া বাসায় অবস্থান করছেন।

অলি হঠাৎ সেনা সুরক্ষা ছাড়লেন কেন—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তার দল সিপিএন–ইউএমএল। দলের প্রচার বিভাগের প্রধান রাজেন্দ্র গৌতম সাংবাদিকদের বলেন, ‘চেয়ারম্যান বর্তমানে কোথায় আছেন, সে বিষয়ে আমাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই।

এর আগে ৯ সেপ্টেম্বর ‘জেন-জি’ আন্দোলনের সময় অলির বালকোটের সরকারি বাসভবনে অগ্নিসংযোগ করা হয়। আন্দোলনের চাপে পড়ে তিনি ৮ ও ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। পরে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

এমন এক সময়ে অলি সেনা ঘেরাটোপ ছেড়ে বেরিয়ে এলেন, যখন আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) নেপালে পালিত হবে সংবিধান দিবস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংবিধান দিবসের ঠিক আগের দিন এমন পদক্ষেপ নিয়ে অলি নতুন এক রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করছেন।

 

এনএনবাংলা/