দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের হামলার মুখে পড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা সেনাবাহিনী ও পুলিশের পাহারায় গোপালগঞ্জ ছেড়েছেন।
বিবিসি বাংলার খবরে বলা হয়, বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার পর এনসিপির শীর্ষ নেতারা গোপালগঞ্জ ত্যাগ করেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন।
তিনি জানান, কড়া পাহারায় তাদের ১৫ থেকে ১৬টি গাড়ির বহর গোপালগঞ্জ ছাড়ে। এই বহরে এনসিপি নেতাদের মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা রয়েছেন।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত ছিল। আমরা প্রশাসনকে সতর্ক রেখেছিলাম। কিন্তু আকস্মিকভাবেই ঘটনা ঘটেছে। এরপর অতিদ্রুত আইনশৃঙ্খলা বাহিনী এনসিপি নেতৃবৃন্দকে প্রয়োজনীয় নিরাপত্তা দিয়ে নিয়ে যায়। তারা নিরাপদে আছেন।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
শাহজালালের বিমানবন্দরে আগুনে ১২ হাজার কোটি টাকার ক্ষতি: ইএবি
চট্টগ্রাম বন্দরে ধর্মঘট-কর্মবিরতিতে পণ্যজট, ডেলিভারি কমে এক-তৃতীয়াংশ
ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি হতে পারে: বিজিএমইএ