অনলাইন ডেস্ক :
জরুরি অবস্থার মধ্যেই রোববার সুদানজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে অভ্যুত্থানবিরোধীরা। সামরিক শাসনের বিরোধিতায় চলমান আন্দোলনের মধ্যেই নতুন করে বড় পরিসরে বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে। এদিকে সামরিক বাহিনীর অভ্যুত্থানবিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। গত ২৫ আগস্ট সুদানে অভ্যুত্থান ঘটিয়ে দেশটির প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজনকে গৃহবন্দি করে সেনাবাহিনী। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সার্বভৌম কাউন্সিল ও সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করে সামরিক বাহিনী। পরবর্তীতে চাপের মুখে নিরপাত্তার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী আবদাল্লা হামদককে মুক্তি দেওয়া হয়। সামরিক শাসনের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের গতি বাড়ছে। পূর্ণাঙ্গ বেসামরিক সরকারের দাবিতে অভ্যুত্থানের পর থেকেই রাজপথে বিক্ষোভ করে আসছেন আন্দোলনকারীরা। শনিবারও রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে সেনা শাসনের বিরুদ্ধে অবস্থান নেন অনেকে। এদিন একটি পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দেওয়ার পেছনে অজ্ঞাত হামলাকারীদের দায়ী করছে প্রশাসন। এর মধ্যে রোববার নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে বেসামরিক সরকার সমর্থিতরা। পরিস্থিতি এমন চলতে থাকলে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। জরুরি অবস্থার মধ্যেই গত রোববার সুদানজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে অভ্যুত্থানবিরোধীরা। সামরিক শাসনের বিরোধিতায় চলমান আন্দোলনের মধ্যেই নতুন করে বড় পরিসরে বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে। এদিকে সামরিক বাহিনীর অভ্যুত্থানবিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। গত ২৫ আগস্ট সুদানে অভ্যুত্থান ঘটিয়ে দেশটির প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজনকে গৃহবন্দি করে সেনাবাহিনী। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সার্বভৌম কাউন্সিল ও সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করে সামরিক বাহিনী। পরবর্তীতে চাপের মুখে নিরপাত্তার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী আবদাল্লা হামদককে মুক্তি দেওয়া হয়। সামরিক শাসনের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের গতি বাড়ছে। পূর্ণাঙ্গ বেসামরিক সরকারের দাবিতে অভ্যুত্থানের পর থেকেই রাজপথে বিক্ষোভ করে আসছেন আন্দোলনকারীরা। শনিবারও রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে সেনা শাসনের বিরুদ্ধে অবস্থান নেন অনেকে। এদিন একটি পুলিশ ফাঁড়ি জ¦ালিয়ে দেওয়ার পেছনে অজ্ঞাত হামলাকারীদের দায়ী করছে প্রশাসন। এর মধ্যে গত রোববার নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে বেসামরিক সরকার সমর্থিতরা। পরিস্থিতি এমন চলতে থাকলে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। প্রতিবাদকারীদের ওপর সেনাবাহিনীর দমন-পীড়নের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং আফ্রিকান ইউনিয়ন। আলোচনায় সংকট উত্তরণের তাগিদ দিয়েছে হোয়াইট হাউজের মুখপাত্র নেড প্রাইস।
আরও পড়ুন
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
জাপানে টুনা মাছ বিক্রি হলো ১৩ লাখ ডলারে, এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ দাম
এক মিনিটেই ৫৭ চলন্ত পাখা জিভ দিয়ে থামিয়ে গিনেস রেকর্ড