October 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 20th, 2025, 8:15 pm

সেন্ট্রাল এশিয়া ভলিবল টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য শিরোপা

ছবি: মঈন আহমেদ

 

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) কাপ টুর্নামেন্ট। ছয় জাতির এই আসরে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে অংশ নিচ্ছে মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, তুর্কমেনিস্তান ও আফগানিস্তান।

২০১৬ সালে সর্বশেষ কাভা কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবারও সেই শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই খেলতে নামছে লাল-সবুজরা। তবে কাজটা সহজ নয়, তবুও আশাবাদী জাতীয় দলের প্রধান কোচ রায়ান মাসাজেদি।

সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে ইরানি বংশোদ্ভূত এই কোচ বলেন,
‘প্রায় এক মাস আগে আমরা প্রস্তুতি শুরু করেছি। দলে সিনিয়র খেলোয়াড় যেমন আছে, তেমনি আছে কিছু জুনিয়র খেলোয়াড়ও—যাদের আন্তর্জাতিক পর্যায়ে ১০টির মতো ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। শিরোপা জেতা কঠিন, তবে আমরা চেষ্টা করব ট্রফি জেতার।’

তিনি আরও বলেন, ‘কেউই নিশ্চিতভাবে বলতে পারবে না যে কোন দল শিরোপা জিতবে। তুর্কমেনিস্তান বেশ শক্তিশালী প্রতিপক্ষ। আমাদের প্রথম লক্ষ্য ফাইনাল খেলা, এরপর ট্রফির জন্য লড়াই।’

অধিনায়ক হরষিত বিশ্বাস মনে করেন, কোচ মাসাজেদির হাত ধরে দলের খেলায় এসেছে দৃশ্যমান উন্নতি। তিনি বলেন, ‘আমরা আধুনিক ভলিবল সম্পর্কে অনেক কিছু জানতাম না। কোচ আসার পর নতুন অনেক কৌশল শিখেছি। এর ফলে দলের সামগ্রিক মানও বেড়েছে।’

উদ্বোধনী দিনে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে কাভা কাপে অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ অক্টোবর নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে, ২৬ অক্টোবর তুর্কমেনিস্তানের বিপক্ষে এবং ২৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে স্বাগতিক দল।

বাংলাদেশ ভলিবল দলের লক্ষ্য—শিরোপা ধরে রেখে আবারও কাভা কাপের মুকুট জয়!

এনএনবাংলা/